Logo

সারাদেশ

লামায় মাদ্রাসা শিক্ষার্থী ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ

Icon

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:৪৩

লামায় মাদ্রাসা শিক্ষার্থী ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের লামায় মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ‘এপেক্স বাংলাদেশ’-এর দুই নেতা রিজওয়ান শাহিদী ও নুরুল আমিন চৌধুরী আরমানের আর্থিক সহায়তায় এবং এপেক্স ক্লাব অব লামার সৌজন্যে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

লামা রিপোর্টার্স ক্লাবের হলরুমে কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব লামার ভাইস প্রেসিডেন্ট বেলাল আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন।

প্রধান বক্তা ছিলেন এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট ও মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. তৈয়ব আলী।

কম্বল পাওয়া লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা নুর নাহার বেগম বলেন, ‘কম্বলটি আমার খুব কাজে আসবে। তাদের জন্য দোয়া করি।’

প্রধান অতিথি মুহাম্মদ কামালুদ্দিন বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র মানুষরা শীতে চরম কষ্টে থাকেন। এপেক্সের এই উদ্যোগে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মো. করিম, ‘আমার দেশ’ প্রতিনিধি নূরুল করিম আরমান, ‘দৈনিক সংগ্রাম’ প্রতিনিধি মো. শাহনেওয়াজ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আমিন, ‘দৈনিক ডেসটিনি’ প্রতিনিধি আনোয়ার হোসেন ও সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ।

বেলাল আহমদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর