Logo

সারাদেশ

মানিকগঞ্জের ৩টি আসনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ

Icon

আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৫:১৭

মানিকগঞ্জের ৩টি আসনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনের ১৯ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ দেন।

জানা যায়, মানিকগঞ্জ-১, ২ ও ৩ আসনে মোট ১৯ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের ফলে প্রার্থীরা আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস. এ. জিন্নাহ কবীর, জামায়াত মনোনীত প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজাসহ মোট ৬ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

মানিকগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, জাতীয় পার্টির প্রার্থী এস. এম. আব্দুল মান্নান এবং জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী সালাউদ্দিনসহ মোট ৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা, জামায়াতের ১০ দলীয় জোটের প্রার্থী সাঈদ নূরসহ মোট ৯ জন প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বিতরণ করা হয়েছে।

মানিকগঞ্জ-১ ও ৩ আসনের ধানের শীষের প্রার্থী এস. এ. জিন্নাহ কবীর ও আফরোজা খানম রিতা জানান, অনুভূতি ব্যক্ত করার মতো ভাষা নেই, তবে জনগণ উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দিবে। উন্নত মানিকগঞ্জ করার লক্ষ্যে জনগণ আমাদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে।

মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মানিকগঞ্জের তিনটি আসনে ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়েছে। এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উপজেলা পর্যায়ে দুজন করে ম্যাজিস্ট্রেট আছে এবং জেলা প্রশাসনও যথেষ্ট তৎপর রয়েছে।

আফ্রিদি আহম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর