Logo

সারাদেশ

গোপালগঞ্জে ২৭ প্রার্থী পেলেন নির্বাচনী প্রতীক

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৬:০০

গোপালগঞ্জে ২৭ প্রার্থী পেলেন নির্বাচনী প্রতীক

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলো।

এবারের নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে ৯ জন স্বতন্ত্র ও ১৮ জন দলীয় প্রতীকে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া গোপালগঞ্জ-২ আসনে দুজন স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মো. সেলিমুজ্জামান মোল্যা (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ মিজানুর রহমান (হাতপাখা), জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আবদুল হামীদ মোল্লা (দাড়িপাল্লা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নীরদ বরণ মজুমদার (কাস্তে) এবং জাতীয় পার্টির সুলতান জামান খান (লাঙল)। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আশ্রাফুল আলম (ফুটবল), এম. আনিসুল ইসলাম (ঘোড়া) ও মো. কাইউম আলী খান (কলস) প্রতীক পেয়েছেন।

গোপালগঞ্জ-২ আসনে (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) ১১ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির কে. এম. বাবর (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম শিকদার (হাতপাখা), গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মাদ (ট্রাক), জাকের পার্টির মাহমুদ হাসান (গোলাপ ফুল), জাতীয় পার্টির রিয়াজ সরোয়ার মোল্যা (লাঙল), গণফোরামের শাহ মফিজ (উদীয়মান সূর্য) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম (রিক্সা)। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কামরুজ্জামান ভূইয়া (টেলিফোন) ও উৎপল বিশ্বাস (ফুটবল) প্রতীক পেয়েছেন। এছাড়া এম. এইচ. খান মনজু (হরিণ) ও মো. সিরাজুল ইসলাম সিরাজ (টেবিল ঘড়ি) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী রনী মোল্লা ও সিপন ভূইয়ার প্রতীক বরাদ্দ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। রিটার্নিং কর্মকর্তা বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন।

গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির এস. এম. জিলানী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের আ. আজিজ (রিক্সা), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ সালাউদ্দিন (আম), গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস (উদীয়মান সূর্য) এবং গণঅধিকার পরিষদের আবুল বসার (ট্রাক)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. হাবিবুর রহমান (ফুটবল) ও গোবিন্দ চন্দ্র প্রামাণিক (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়। আগামী ১২ ফেব্রুয়ারি  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পলাশ সিকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর