Logo

সারাদেশ

ফেনীর তিনটি আসনে প্রতীক বরাদ্ধ, প্রচারণার অপেক্ষায় ২৬ প্রার্থী

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৬:০৯

ফেনীর তিনটি আসনে প্রতীক বরাদ্ধ, প্রচারণার অপেক্ষায় ২৬ প্রার্থী

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনের বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ২৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কার্যালয়ে এ প্রতীক বিতরণ করা হয়। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে। তারই অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার তিনটি আসনে মোট প্রার্থীর সংখ্যা ২৬ জন। এর মধ্যে ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন এবং ফেনী-৩ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতীক পেয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা) আসনের প্রার্থীরা হলেন :

বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম (ধানের শীষ), জামায়াতে ইসলামীর এস. এম. কামাল উদ্দিন (দাড়িপাল্লা), জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আনোয়ার উল্লাহ ভূঁইয়া (বটগাছ), বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী (ডাব) এবং বাংলাদেশ মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার (হারিকেন)।

ফেনী-২ (ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌরসভা) আসনে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন :

বিএনপির জয়নাল আবেদিন (ধানের শীষ), এবি পার্টির চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঁইয়া (ঈগল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ একরামুল হক ভূঁইয়া (হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সামসুদ্দিন মজুমদার (তারা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-বাসদের জসিম উদ্দিন (কাঁচি), বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঁইয়া (রিকশা), ইনসানিয়াত বিপ্লবের তাহিরুল ইসলাম (আপেল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন (বটগাছ), গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক), আমজনতা দলের সাইফুল করিম মজুমদার (প্রজাপতি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল (ঘোড়া)।

ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা) আসনে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন :

বিএনপির আবদুল আউয়াল মিন্টু (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন (দাড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের এডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী (বটগাছ), জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন (হাতপাখা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের (চেয়ার), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল মালেক (মই) এবং ইনসানিয়াত বিপ্লবের হাসান আহমেদ (আপেল)।

এর আগে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার পর্যন্ত জেলার তিনটি আসন থেকে মোট ৪ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের নাজমুল আলম, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আলী ১০ দলীয় জোটের কারণে এবং ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলার তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ১৬ হাজার ৩০৫ জন। এর মধ্যে নারী ভোটার ৬ লাখ ৩৭ হাজার ৯২৪ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭৮ হাজার ৩৭৪ জন। তিনটি আসনে ৩০ হাজার ১৫১ জন প্রবাসী ভোটার নিবন্ধিত রয়েছেন।

ভোটার ও কেন্দ্রের বিবরণ :

ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) : মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১৬২ জন; পুরুষ ১ লাখ ৯৫ হাজার ৮৯১, নারী ১ লাখ ৮৫ হাজার ২৬৯, তৃতীয় লিঙ্গ ২; ভোট কেন্দ্র ১২১টি।

ফেনী-২ (ফেনী সদর) : মোট ভোটার ৪ লাখ ৩২ হাজার ৫৬ জন; পুরুষ ২ লাখ ২২ হাজার ৬৮৩, নারী ২ লাখ ৯ হাজার ৩৭০, তৃতীয় লিঙ্গ ৩; ভোট কেন্দ্র ১৪৬টি।

ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) : মোট ভোটার ৫ লাখ ৩ হাজার ৮৭ জন; পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮০০, নারী ২ লাখ ৪৩ হাজার ২৮৫, তৃতীয় লিঙ্গ ২; ভোট কেন্দ্র ১৬১টি।

জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৮টি।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর