বরিশালে ৩৬ প্রার্থী পেলেন প্রতীক, অভিযোগের মধ্যেই শুরু হচ্ছে প্রচার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৬:১৪
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ আসনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
নির্বাচন-সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণায় নামবেন। জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাসদ ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক নিতে আসা একাধিক প্রার্থী অভিযোগ করেন, নির্বাচনের জন্য এখনো পূর্ণাঙ্গ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। কেউ কেউ নেতা-কর্মীদের হুমকি ও হয়রানির অভিযোগও তোলেন।
তবে জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থী ও তাদের সমর্থকদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করেন এবং আইন মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান।
গাজী আরিফুর রহমান/এআরএস

