জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কুয়াকাটায় সচেতনতামূলক কর্মসূচি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৬
ছবি : বাংলাদেশের খবর
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন ও সৈকত পরিষ্কার অভিযান পরিচালনা করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এনএসএস। বুধবার (২১ জানুয়ারি) সকালে এ কর্মসূচিতে বিভিন্ন উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠন ও স্থানীয় মানুষেরা অংশ নেন।
কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ‘জলবায়ু পদক্ষেপের জন্য বার্ষিক সমাবেশ’ শ্লোগানকে সামনে রেখে এনএসএস মানববন্ধন কর্মসূচি পালন করে।
এতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও নদীভাঙনের ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলীয় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী।
বক্তারা পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর জোর দেন। একই সঙ্গে পরিবেশবান্ধব আচরণ, প্লাস্টিক বর্জ্য কমানো এবং সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে এনএসএস-এর উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ অভিযানে দুই শতাধিক স্বেচ্ছাসেবক, পর্যটক ও স্থানীয় মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়বে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ আরও শক্তিশালী হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন এনএসএস নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাংবাদিক খায়রুল বাশার বুলবুল, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি বায়েজিদ বোস্তামী এবং ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিধুদান বিশ্বাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপরা’র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু, সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামিম হোসেন রাজু, সাংবাদিক জাকির হোসেনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
জাকারিয়া জাহিদ/এআরএস

