Logo

সারাদেশ

চাঁদপুরের ৫ আসনে ৩৫ প্রার্থীর নির্বাচনী প্রতীক বরাদ্দ

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭

চাঁদপুরের ৫ আসনে ৩৫ প্রার্থীর নির্বাচনী প্রতীক বরাদ্দ

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র ও দলীয় এসব প্রার্থীকে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দের কাগজ তুলে দেন। এ সময় পুলিশ সুপার মো. রবিউল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা উপস্থিত ছিলেন।

প্রতীক প্রাপ্ত প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হলো :

চাঁদপুর-১ (কচুয়া) আসনে :

বিএনপির ধানের শীষে আ ন ম এহছানুল হক মিলন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ, জাতীয় পার্টির লাঙ্গলে হাবিব খান, গণঅধিকার পরিষদের ট্রাকে মো. এনায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতিতে মোহাম্মদ নাছির উদ্দিন এবং গণফোরামের উদীয়মান সূর্যে মোহাম্মদ আজাদ হোসেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে :

বিএনপির ধানের শীষে ড. মো. জালাল উদ্দিন, ১০ দলীয় জোটের (এলডিপি) ছাতায় মো. বিল্লাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখায় মানসুর, জাতীয় পার্টির লাঙ্গলে মো. এমরান হোসেন মিয়া, বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতিতে মো. ফয়জুন্নুর, গণঅধিকার পরিষদের ট্রাকে মো. গোলাপ হোসেন, বাংলাদেশ লেবার পার্টির আনারসে নাসিমা নাজনিন সরকার এবং নাগরিক ঐক্যের কেটলিতে মো. এনামুল হক।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে :

বিএনপির ধানের শীষে শেখ ফরিদ আহমেদ, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় মো. শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখায় মো. জয়নাল আবেদিন শেখ, গণফোরামের উদীয়মান সূর্যে সেলিম আকবর, গণঅধিকার পরিষদের ট্রাকে মো. জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতিতে এ. এইচ. এম. আহসান উল্লাহ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তেতে মো. জাহাঙ্গীর হোসেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে :

বিএনপির ধানের শীষে মো. হারুনুর রশিদ, জামায়াতের দাঁড়িপাল্লায় মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় পার্টির লাঙ্গলে মাহমুদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখায় মকবুল হোসাইন, স্বতন্ত্র চিংড়িতে এম. এ. হান্নান, গণফোরামের উদীয়মান সূর্যে মো. মুনির চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতিতে আব্দুল মালেক বুলবুল এবং স্বতন্ত্র ঘুড়িতে জাকির হোসেন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে :

বিএনপির ধানের শীষে মো. মমিনুল হক, ১০ দলীয় জোটের (এলডিপি) ছাতায় মো. নেয়ামুল বশির, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখায় মোহাম্মদ আলী পাটোয়ারি, জাতীয় পার্টির লাঙ্গলে মির্জা গিয়াস উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারে সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেলে মো. মাহমুদ হাসান নয়ন।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর