কুষ্টিয়া সীমান্তে গত এক বছরে বিজিবির অভিযান
১০৩ কোটি টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১৩৯
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৮:৫৬
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)–এর অধীনস্থ সীমান্ত এলাকায় গত এক বছরে অভিযান চালিয়ে প্রায় ১০৩ কোটি টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৩৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে মোট ১০৩ কোটি ২৫ লাখ ৭০ হাজার ৪৫৬ টাকা মূল্যের মাদক, স্বর্ণ, রৌপ্য, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৩৩ কেজি স্বর্ণ, ১৫ দশমিক ৩৩ কেজি রৌপ্য, ১৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগাজিন, ২৭ রাউন্ড গুলি এবং ৮০ বক্স এয়ারগানের গুলি।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৮৮০ বোতল বিদেশি মদ, ২৩ কেজি হেরোইন, ৭০ হাজার ৮২০ পিস ইয়াবা, ১০ হাজার ৫১৭ বোতল ফেন্সিডিল এবং ৬০২ কেজি গাঁজা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ব্যাটালিয়ন নির্বাচনী নিরাপত্তা জোরদার করেছে। গত বছরের ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকেই সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে দৌলতপুর উপজেলায় একাধিক বিজিবি প্লাটুন মোতায়েন থাকবে। পুরো এলাকায় মোট ১৪ দশমিক ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।
নির্বাচনী দায়িত্ব পালনে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ ২২টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্ত ও নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
বিজিবি জানায়, ইতোমধ্যে উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসের সঙ্গে সমন্বয় করে সব ভোটকেন্দ্রের রেকি সম্পন্ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা ও কেন্দ্র চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনাও নেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে সীমান্ত এলাকায় নাশকতা প্রতিরোধে অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়ন ১৫ জেলার ৯২টি উপজেলার ৫১টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এসব এলাকায় ৭৯টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে এবং প্রায় ১৮০টি বিজিবি প্লাটুন অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’
সাইদুর রহমান/এসএসকে

