Logo

সারাদেশ

সখীপুরে দোয়া মাহফিলে তোপের মুখে বঙ্গবীর কাদের সিদ্দিকী

Icon

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ২০:৫০

সখীপুরে দোয়া মাহফিলে তোপের মুখে বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদল ও পৌর যুবদল আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তোপের মুখে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কাদের সিদ্দিকীর সখীপুর উপজেলা বাসভবন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে পূর্বঘোষিত একটি মতবিনিময় সভা চলছিল। একই সময় সখীপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের ব্যানারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে বঙ্গবীর কাদের সিদ্দিকী তার বাসভবনের ভেতরে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি তার পূর্বনির্ধারিত কর্মসূচি ২১ তারিখের পরিবর্তে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।

পরে তিনি নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যুবদলের কর্মসূচিতে সমর্থন জানাতে গেলে সেখানে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে যুবদলের কিছু নেতাকর্মী উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা ‘জুতা মারো তালে তালে’ ও ‘দালাল, দালাল’ স্লোগান দিতে থাকেন। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে বঙ্গবীর কাদের সিদ্দিকী ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুহাম্মদুল্লাহ/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুবদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর