ফরিদপুর-১ আসনে ভোটযুদ্ধে ৯ প্রার্থী : প্রতীক পেয়ে নেমেছেন প্রচারণায়
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৫০
ছবি কোলাজ : বাংলাদেশের খবর
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে উঠেছে। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগে নেমেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে প্রধান রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৯ জন প্রার্থী লড়াই করছেন। বিভিন্ন দলীয় প্রার্থীরা হলেন :
- খন্দকার নাসিরুল ইসলাম— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রতীক : ধানের শীষ।
- অধ্যাপক ইলিয়াস মোল্যা— বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রতীক : দাঁড়িপাল্লা।
- সুলতান আহমেদ খান— জাতীয় পার্টি, প্রতীক : লাঙ্গল।
- মৃন্ময় কান্তি দাস— বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, প্রতীক : রকেট।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন :
- সাংবাদিক আরিফুর রহমান দোলন, প্রতীক : জাহাজ,
- ব্যবসায়ী আবুল বাশার খান, প্রতীক : ফুটবল
- এনসিপি নেতা হাসিবুর রহমান অপু ঠাকুর, প্রতীক : হরিণ
- চিকিৎসক গোলাম কবির মিয়া, প্রতীক : মোটরসাইকেল
- প্রবাসী শেখ আব্দুর রহমান জিকো, প্রতীক : উট।
ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এবার এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১০ হাজার ৩৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৯ জন, নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত নির্বাচনের তুলনায় এবার নতুন ভোটার বেড়েছে ৫ হাজার ৯১৯ জন।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত নূর মৌসুমী জানান, আজ থেকে প্রার্থীরা বিধি মেনে প্রচারণা শুরু করেছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নির্বাচনী আচরণবিধি রক্ষা করতে পুলিশ ও আনসারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই তিন উপজেলার হাট-বাজার ও পাড়া-মহল্লায় বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ ভোটারদের মধ্যে এখন জয়-পরাজয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এমএইচএস

