Logo

সারাদেশ

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

Icon

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৫:০০

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের একটি স্টোররুমে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওষুধ, মেডিকেল সরঞ্জাম ও দরকারি কাগজপত্র পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালের দ্বিতীয় তলার স্টোররুমে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ফায়ার সার্ভিস ও দশমিনার একটি ইউনিট মিলে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘ভোর পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্টোররুমে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, জরুরি রেজিস্টারসহ অন্যান্য মালামাল সংরক্ষিত ছিল। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।’

গলাচিপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দুটি ইউনিট ও দুটি পাম্প নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরে দশমিনা থেকে আরও একটি ইউনিট সাহায্যে আসে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার সূত্রপাত কীভাবে তা তদন্ত সাপেক্ষ।’

হাসপাতাল সূত্রে জানা যায়, আগুন লাগার সময় হাসপাতালে কিছু রোগী ও স্বাস্থ্যকর্মী ছিলেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ফলে দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে হাসপাতালের নিত্যপ্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের ক্ষতি হয়েছে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর