Logo

সারাদেশ

মির্জাপুরে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন, আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৫:০৩

মির্জাপুরে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন, আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ এবনে আবুল হোসেন (মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার) এর পক্ষে সংবাদ সম্মেলন করেছে ১০ দলীয় নির্বাচনী জোট।

বুধবার (২১ জানুয়ারি) রাতে জামায়াতের মির্জাপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থী আব্দুল্লাহ তালুকদার।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, খেলাফত মজলিসের টাঙ্গাইল জেলা সভাপতি মুফতি আবু তাহের, উপজেলা সভাপতি আসাদুজ্জামান খান সিটু, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা বদিউজ্জামান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মনিরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-সমন্বয়ক মো. লিটন হোসেন এবং ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আরাফাত ইসলাম।

এ সময় মির্জাপুর প্রেসক্লাব, মির্জাপুর সাংবাদিক সংস্থা ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে আব্দুল্লাহ তালুকদার নির্বাচিত হলে পুরো উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন। তিনি মির্জাপুরকে একটি আদর্শ মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

রাব্বি ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর