Logo

সারাদেশ

বান্দরবান-৩০০ আসন

পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকারে জেরীর প্রচারণা শুরু

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৫:১২

পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকারে জেরীর প্রচারণা শুরু

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বান্দরবান-৩০০ আসনের বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলার দুর্গম থানচি উপজেলা থেকে তার এই নির্বাচনী কার্যক্রমের সূচনা হয়। এ সময় পাহাড়ি ও বাঙালি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

প্রচারণার শুরুতেই থানচি বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন বিএনপির এই প্রার্থী। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রেখে বান্দরবানের সার্বিক উন্নয়নই তার প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দুর্গম এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন।

সাচিং প্রু জেরী বলেন, ‘থানচির মতো দুর্গম জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে এসব এলাকার যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাহাড়ি ও বাঙালি—সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়নের রাজনীতি করতে চাই।’

প্রচারণায় উপস্থিত স্থানীয় পাহাড়ি-বাঙালি ভোটাররা জানান, দীর্ঘদিন পর একজন প্রার্থী সরাসরি দুর্গম এলাকায় এসে তাদের কথা শুনছেন। এতে তারা আশাবাদী হয়েছেন। অনেকেই বলেন, এলাকার বাস্তব সমস্যাগুলো সমাধানে সৎ ও সাহসী নেতৃত্ব প্রয়োজন।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রতীক বরাদ্দের পর থেকেই তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। পর্যায়ক্রমে বান্দরবান জেলার অন্যান্য উপজেলা ও প্রত্যন্ত এলাকাতেও গণসংযোগ ও জনসভা করা হবে বলে জানান তারা।

উল্লেখ্য, পাহাড়ি অধ্যুষিত বান্দরবান-৩০০ আসনে পাহাড়ি ও বাঙালি ভোটারদের সমর্থন যে কোনো প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ। থানচি থেকে প্রচারণা শুরুর মধ্য দিয়ে সাচিং প্রু জেরী এই বার্তাই দিতে চেয়েছেন যে, দুর্গম জনপদের মানুষ তার রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর