জামালপুরে ধর্ষণ মামলার ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৫:২১
জামালপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। ছবি : বাংলাদেশের খবর
জামালপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০১৮ সালের ২৬ জানুয়ারি রাতে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া দেওয়ানীপাড়া গ্রামের দশম শ্রেণির ওই ছাত্রী মায়ের সঙ্গে স্থানীয় একটি মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিক ইসলামি সম্মেলন শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আসামিরা পাশের একটি শ্যালো মেশিনের ঘরে নিয়ে তাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। এ ঘটনায় পরদিন ছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সাব্বির হোসেন আকন্দ সেতু ও মো. রিফাতকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৩ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অপর আসামি মো. বাবু, মো. মিনহাজ ও মো. শাকিলকে খালাস দেওয়া হয়।
আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই এ রায় প্রদান করেন বিচারক।
দণ্ডিত আসামি সাব্বির হোসেন আকন্দ সেতুর বাড়ি সদর উপজেলার গোপালপুর দামেশ্বর গ্রামে এবং মো. রিফাতের বাড়ি ডেফুলিবাড়ি গ্রামে। খালাসপ্রাপ্ত তিন আসামির বাড়ি সদর উপজেলার দেওয়ানীপাড়া গ্রামে।
মেহেদী হাসান/এমবি

