গ্রাফিক্স : বাংলাদেশের খবর
পিতার কোদালের আঘাতে গুরুতর আহত হয়ে যশোরের চৌগাছা উপজেলার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের নাম তরিকুল ইসলাম (৩৫)। তিনি চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা ও রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি নিজ বাড়ির সামনের মুদি দোকানে বসা অবস্থায় তরিকুল ইসলাম হঠাৎ ঘুমিয়ে পড়েন। এ সময় দোকানে থাকা ক্রেতারা অন্যত্র চলে গেলে বিষয়টি দেখে ক্ষিপ্ত হন তার পিতা রবিউল ইসলাম। রাগের বশবর্তী হয়ে তিনি কোদাল দিয়ে ঘুমন্ত ছেলের মাথায় আঘাত করেন। এতে তরিকুল ইসলাম গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের চাচা আসাদুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।
এআরএস

