Logo

সারাদেশ

‘মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই’

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৫:৩৩

‘মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই’

ছবি : বাংলাদেশের খবর

দেশ ও সমাজ মাদকমুক্ত করতে ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ফেনী সরকারি কলেজ মাঠে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন পথে এগোবে, সেটা আমাদের ঠিক করতে হবে। আমরা অভিভাবকরা আমাদের ছেলে-মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহ দেব। পড়াশোনার পাশাপাশি সব ছাত্রছাত্রী ও যুবসমাজকে যেকোনো ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে উদ্বুদ্ধ করলে এই সমাজের চিত্র পাল্টে যাবে।’

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক নজরুল বিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবীনেওয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল্লাহ, জেলা তথ্য অফিসার এসএম আল আমিন ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।

এই প্রতিযোগিতায় জেলার ৬টি উপজেলার বিভিন্ন ইভেন্টে ১২টি দল অংশ নেন।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর