Logo

সারাদেশ

তারেক রহমানের নরসিংদী সফর উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৬:১৫

তারেক রহমানের নরসিংদী সফর উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নরসিংদী আগমন উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা নরসিংদীতে আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যানের আগমন ও সংশ্লিষ্ট নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহসভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নরসিংদীতে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যোগ দেবেন বলে সভায় জানানো হয়।

সুমন রায়/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর