বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ২১:০০
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আনজিরা বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ছোলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনজিরা বেগম আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। তিনি তার ছেলে আনিচ (৪০)-এর সঙ্গে ছোলনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী একটি লোকাল ট্রেন ছোলনা এলাকার সাবেক কাউন্সিলর নান্নুর বাড়ির সামনে রেলগেটে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের অপর পাশ থেকে কাপড় নিয়ে ফেরার সময় পা পিছলে তিনি লাইনের ওপর পড়ে যান। এ সময় ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া রেলওয়ে পুলিশ দেখবে।
এমএম জামান/এমবি

