Logo

সারাদেশ

মাহফিল শুনতে যাওয়ার পথে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ২১:০৮

মাহফিল শুনতে যাওয়ার পথে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ভোলার লালমোহন উপজেলায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দু’জন সম্পর্ক অনুযায়ী শ্যালক-দুলাভাই।

ভোলার লালমোহন উপজেলায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার আবু তাহের মাতাব্বর (৪৫) ও মো. অলি উল্যাহ ডুবাই (৫৮)। তারা দু’জন সম্পর্ক অনুযায়ী শ্যালক-দুলাভাই।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গজারিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে কর্তারহাট এলাকায় একটি মাহফিল শুনতে রওনা দেন আবু তাহের মাতাব্বর ও অলি উল্যাহ ডুবাই। পরে তারা মোটরসাইকেল নিয়ে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে অপরপাশ থেকে আসা ভোলাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর পর বাসটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. সোয়েব মেজবাহউদ্দিন/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর