স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি নেতা মোর্শেদ আলম বহিষ্কার
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ২১:৪০
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুহাম্মদ মোর্শেদ আলমকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মুহাম্মদ মোর্শেদ আলম ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এর ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রোমান আহমেদ নকিব/এসএসকে

