Logo

সারাদেশ

কুমিল্লা নগরীতে জামায়াত নেতার ছোট ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ২২:১৯

কুমিল্লা নগরীতে জামায়াত নেতার ছোট ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

গ্রেপ্তার কে আই এম মাসুদুল হক মাসুম/সংগৃহীত

কুমিল্লা নগরীতে অস্ত্রসহ কে আই এম মাসুদুল হক মাসুম (৫১) নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ কে এম এমদাদুল হক মামুনের আপন ছোট ভাই বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া কে আই এম মাসুদুল হক মাসুম কুমিল্লা সদর উপজেলার কালিকাপুর এলাকায় (ধর্মপুর ডিগ্রি কলেজ সংলগ্ন) মুক্তার বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, মাসুদুল হক মাসুম রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামের নেতা হিসেবে পরিচিত। পেশাগতভাবে তিনি কুমিল্লা জজ কোর্টে এজিপি (Assistant Government Pleader) হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কুমিল্লা জেলা কোতোয়ালি থানার অধীন ইপিজেড ফাঁড়ির একটি দল টমসম ব্রিজ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় আরিফ নামের এক যুবককে হেঁটে আসতে দেখে সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি চাকু ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে আরিফকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। একই সঙ্গে তার মোবাইল ফোন পরীক্ষা করেও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এসব তথ্যের ভিত্তিতে অস্ত্রের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

আরিফের দেওয়া তথ্য অনুযায়ী সদর দক্ষিণ থানা ও ইপিজেড ফাঁড়ির যৌথ পুলিশ দল কুমিল্লা ইবনে তাহমিয়া স্কুলের পূর্ব পাশে অবস্থিত চারতলা ভবনের নিচতলায় অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে মাসুমের বেডরুমের ওয়ারড্রপের ভেতর থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং আলাদা আরেকটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা আরিফের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করেছি। তার দেওয়া তথ্যমতে অ্যাডভোকেট মাহমুদুল হক মাসুমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর