Logo

সারাদেশ

রাজধানীর চকবাজারে অস্ত্রসহ আটক ২

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০০:৫৪

রাজধানীর চকবাজারে অস্ত্রসহ আটক ২

ছবি: প্রতীকী

রাজধানীর চকবাজারের মৌলভীবাজার টাওয়ার থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে সাড়ে ১০টার দিকে তাদের দুইজনকে আটক করে চকবাজার থানায় নিয়ে যায় জামায়াতের প্রার্থী হাফেজ এনায়েত উল্লাহর নেতাকর্মীরা। 

বিষয়টি নিশ্চিত করে পুলিশের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহফুজুর রহমান

জানা যায়, বৃহস্পতিবার রাতে সাড়ে ১০টার দিকে ঢাকা-৭ আসনে জামায়াতের প্রার্থী হাফেজ এনায়েত উল্লাহ মৌলভীবাজার ব্যবসায়ীদের সঙ্গে একটি নির্বাচনী সমাবেশ চলছি। এসময় মার্কেটের ভেতরে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে নেতাকর্মীরা। পরে একজন পালিয়ে গেলে পুলিশ দুইজনকে আটক করে চকবাজার থানায় নিয়ে যায়।

তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তারা কেনো মার্কেটে গিয়েছিলেন সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি পুলিশ।

চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহফুজুর রহমান বলেন, আমরা দুইজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কারা, মার্কেটে কেনো গিয়েছিল। তাদের উদ্দেশ্য কি ছিল?এসব জানার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর