Logo

সারাদেশ

পোস্টাল ব্যালট সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে : তারেক রহমান

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:১৪

পোস্টাল ব্যালট সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে : তারেক রহমান

ছবি : বাংলাদেশের খবর

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, ভোটের অধিকার পুনরুদ্ধারের প্রক্রিয়াকে ব্যাহত করতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। পোস্টাল ব্যালট সরিয়ে ফেলা ও প্রবাসীদের ভোটাধিকার ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগে নিশিরাতে ভোট হয়েছে, এখন ভিন্ন কৌশলে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, একটি দল কীভাবে প্রবাসীদের ব্যালট দখলের চেষ্টা করেছিল, তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে জনগণের সজাগ উপস্থিতির কোনো বিকল্প নেই।

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, এটি ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াই। সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থেকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়া উচিত এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের কাছেই আদায় করা যেতে পারে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, গত দেড় দশকে শুধু ভোটের অধিকার নয়, মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছেন। ২৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

তিনি বলেন, ১৯৭১ সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আত্মত্যাগের মাধ্যমে সেই স্বাধীনতা রক্ষা করা হয়েছে।

সংখ্যালঘুদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত ১৫ বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বহু নির্যাতন হয়েছে, যার সুষ্ঠু বিচার হয়নি। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দুটি কার্ড প্রদর্শন করে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিদেশে কর্মসংস্থানের আগে দক্ষ জনশক্তি তৈরির বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি দলের স্লোগান তুলে ধরে বলেন, ‘করব কাজ, গড়ব দেশ— সবার আগে বাংলাদেশ।’

এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোটের শরিক দলগুলোর মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং জনগণকে তাদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এই প্রতিনিধিদের মাধ্যমেই এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব, ধানের শীষের প্রার্থী ড. মুশফিকুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মান্নান, গণসংহতির প্রার্থী জুনায়েদ সাকি এবং বিএনপি প্রার্থী আব্দুল হান্নানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। 

এর আগে দুপুর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভায় অংশ নেন।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে সমাবেশ শেষে রাতে তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে মাঠজুড়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তিনি মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং একপর্যায়ে জনতার সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন।

লিটন হোসাইন জিহাদ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর