Logo

সারাদেশ

ঝিনাইদহ সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ২১

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫

ঝিনাইদহ সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ২১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপি এলাকার বিভিন্ন পয়েন্টে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ২১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ, সাতজন নারী ও ছয়জন শিশু রয়েছে। তারা ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানায় বিজিবি।

এছাড়া পৃথক অভিযানে রাজাপুর ও কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯০ বোতল মাদক সিরাপ, হাতের চুড়ি, কানের দুল, গলার চেইন ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

পরবর্তী আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এম বুরহান উদ্দীন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর