দাঁড়িপাল্লাকে জয়ী করা সবার ঈমানি দায়িত্ব: শাহরিয়ার কবির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৪১
ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির
দাঁড়িপাল্লা প্রতীকে জয় নিশ্চিত করা সবার ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তিনি বলেন, এই জয়লাভের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করবো।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নওগাঁ পৌরসভার আরজি নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, কী উত্তর দেবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবেন, পারবেন না। জান্নাতে নিয়ে যেতে পারবেন আল্লাহ তায়ালা। তাই কবরে গিয়ে কিছু না পারলেও আল্লাহকে বলতে পারবেন, তোমার দিন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। আমরা দিন কায়েম করবো, দিনের পথে চলবো। জামায়াতে ইসলামীতে যারা এখানে রয়েছে তারা আল্লাহর কাছে দায়বদ্ধ।
তিনি বলেন, ভোট হচ্ছে আমানত। যে ভোট নিয়ে দেশের জন্য কাজ করবে না, সে আমানত খেয়ানতকারী। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। আমরা সব সময় ন্যায় ও সৎ ব্যক্তির পক্ষে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যে সব প্রার্থী রয়েছেন, তারা দেশের সেবক হবেন। তারা গদিতে বসার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে দাঁড়াননি। জামায়াতে ইসলামীর আমির বলেছেন, ভোটের পরে দলের কেউ আমানতের খেয়ানত করলে তার কলিজা টেনে ছিঁড়ে ফেলা হবে। এরকম কথা কোনো দলের নেতা বলেনি।
তিনি আরও বলেন, নওগাঁতে যত প্রার্থী আছেন, কেউ যদি দ্বীন কায়েমের কথা বলেন, তাহলে তাকে ভোট দেবেন। কিন্তু যে দিন কায়েম করতে জানেন না, তাকে যদি ভোট দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন।
শাহরিয়ার কবির বলেন, আগের সময়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি ছিল। এখন যারা বিএনপি করছেন, এই বিএনপি সেই বিএনপি না। ভবিষ্যৎ বাংলাদেশে কোনো চোরাকারবারি, চাঁদাবাজ ও অসৎ লোকের হাতে ক্ষমতা দেবো না। কেউ ভোট চুরি করতে এলে প্রতিহত করতে হবে। নিজে চুরি করবো না, কাউকে চুরি করতে দেবো না। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না।
তিনি বলেন, আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এ দেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। মুসলমান বলে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে পারবো না, আর সেই মুসলমান কথা বলবে না তাদেরকে ভোট দেবো, এর চেয়ে আর নাফরমানি কিছু হতে পারে না।
এ সময় নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, নওগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগের আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শাহরিয়ার কবির ও জামায়াতের নেতারা।

