বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে করে নববধূ আনলেন প্রবাসী দুই ভাই
রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪২
ছবি : বাংলাদেশের খবর
বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে ঘরে আনার দৃশ্য এখন আর খুব অস্বাভাবিক নয়। তবে দুই ভাই একই দিনে আলাদা বিয়ে করে তাদের নববধূদের একসঙ্গে হেলিকপ্টারে করে নিয়ে আসার ঘটনা এলাকায় আলোচনা তৈরি করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ফতেপুর ভাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার ভাওড়া ফতেপুর গ্রামের মৃত নজরুল ইসলাম ও সেলিনা বেগম দম্পতির দুই ছেলে সিঙ্গাপুর প্রবাসী মো. সেলিম হোসেন ও কাওছার হোসেন। তাদের বাবা নজরুল ইসলাম বেশ সৌখিন জীবনযাপন করতেন। তার ইচ্ছা ছিল দুই ছেলেকে একসঙ্গে বিয়ে দিয়ে হেলিকপ্টারে করে নববধূদের ঘরে আনবেন। তবে দশ বছর আগে তিনি মারা যান। তার সেই স্বপ্ব পূরণে এগিয়ে আসেন দুই ভাই ও তাদের মা সেলিনা বেগম।
শুক্রবার সকালে সাভার থেকে হেলিকপ্টার করে ধামরাই উপজেলার কাজিয়াকুণ্ড গ্রামের আনোয়ার মিয়ার মেয়ে আয়শা ইসলামকে বিয়ে করেন কাওছার হোসেন। বিয়ের কাজ শেষ করে নববধূকে নিয়ে তিনি মির্জাপুর উপজেলার ঘুগী এলাকায় পৌঁছান, যেখানে তার বড় ভাই সেলিমের বিয়ের আয়োজন ছিল।
সেখানে ঘুগী গ্রামের মো. আলম মিয়ার মেয়ে ইমু আক্তারকে বিয়ে করেন সেলিম। বিয়ের পর বিকেলে দুই ভাই তাদের নববধূদের নিয়ে হেলিকপ্টারে করে নিজ গ্রামে ফেরেন। এ সময় এলাকার বিপুল সংখ্যক মানুষ তাদের দেখতে ভিড় জমায়।
বর সেলিম হোসেন বলেন, ‘এটা টাকা দেখানো বা বিলাসিতার বিষয় নয়। বাবার স্বপ্ব পূরণ করাই ছিল আমাদের লক্ষ্য। এ ক্ষেত্রে মায়ের অনুপ্রেরণা ছিল সবচেয়ে বড় সহায়।’ তিনি দেশবাসীর দোয়া কামনা করেন।
এআরএস

