Logo

সারাদেশ

ফেনী-৩ আসনে ডা. ফখরুদ্দিন মানিকের দিনব্যাপী গণসংযোগ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:০২

ফেনী-৩ আসনে ডা. ফখরুদ্দিন মানিকের দিনব্যাপী গণসংযোগ

ছবি : বাংলাদেশের খবর

ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক শুক্রবার (২৩ জানুয়ারি) সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছেন।

নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে চরমজলিশপুর ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে তার কর্মসূচি শুরু হয়। এরপর তিনি ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নারী সমাবেশ এবং ১, ২ ও ৪ নং ওয়ার্ডে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

কুঠিরহাট কালিবাড়ি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান পরিদর্শন করেন ডা. মানিক। পরে তিনি সোনাগাজী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও গণমিছিলে অংশ নেন।

বিকালে ৬ নং চরচান্দিয়া ইউনিয়নে গণসংযোগ, গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। পথসভায় ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেন, ‘সুন্দর আগামী গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আমরা এই সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কবর রচনা করতে চাই। এই জনপদকে সাধারণ মানুষের জন্য নিরাপদ করতে চাই।’

শুক্রবার সন্ধ্যায় তিনি সোনাগাজী পৌরসভায় নিজের নির্বাচনী অফিস উদ্বোধন করেন। পরে সোনাগাজী সদর ইউনিয়নের ধোপাবাড়িতে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর