Logo

সারাদেশ

রামুতে দুর্বৃত্তের গুলিতে শাহীন ডাকাতের সেকেন্ড-ইন-কমান্ড শফিউল নিহত

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:২৬

রামুতে দুর্বৃত্তের গুলিতে শাহীন ডাকাতের সেকেন্ড-ইন-কমান্ড শফিউল নিহত

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের রামুতে দুর্বৃত্তের গুলিতে আলোচিত শাহীন ডাকাতের সেকেন্ড-ইন-কমান্ড শফিউল আলম লেদাপুতু (২৮) নিহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ হামলা চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার প্রতিপক্ষ ডাকাত চক্রের সদস্য আব্দুর রহিম বাহিনী অতর্কিতে শাহীন ডাকাতের সহযোগী শফিউল আলম লেদাপুতুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শফিউল আলম লেদাপুতু একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে ছিলেন।

ঘটনার খবর পেয়ে গর্জনিয়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল চৌধুরী ঘটনাস্থলে যান। পরে পুলিশ মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

উল্লেখ্য, নিহত শফিউল আলম লেদাপুতু বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন ডাকাতের চিহ্নিত সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন।

সূত্রমতে, শাহীন ডাকাত আটক হওয়ার পর উক্ত জনপদে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে আব্দুর রহিম চক্র বেপরোয়া হয়ে ওঠে এবং নিয়মিত বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। আব্দুর রহিম (২৪) গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী গ্রামের সুলতান আহমদের ছেলে।

এদিকে, শফিউল আলম লেদাপুতুর স্বজনরা দাবি করেন, লেদাপুতু এলাকার একজন সাহসী যুবক ছিলেন এবং সন্ত্রাসীদের জন্য আতঙ্কের কারণ ছিলেন।

তারা অভিযোগ করেন, তাকে নিজস্ব লোক দিয়ে ডেকে এনে অতি কাছ থেকে গুলি করা হয়েছে। তাদের দাবি, ঘটনাস্থলের অদূরে গর্জনিয়া ফাঁড়ির একটি পুলিশ টহল দল অবস্থান করলেও, ঘটনার প্রায় পাঁচ মিনিট পর তারা ঘটনাস্থলে পৌঁছান। এর মধ্যেই দুর্বৃত্তরা দলবেঁধে পালিয়ে যায়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া দুর্বৃত্তের গুলিতে শফিউল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কামাল শিশির/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর