Logo

সারাদেশ

মুক্তিযোদ্ধাদের সঙ্গে ফরিদপুর-১ আসনে বিএনপির এমপি প্রার্থীর মতবিনিময়

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৪

মুক্তিযোদ্ধাদের সঙ্গে ফরিদপুর-১ আসনে বিএনপির এমপি প্রার্থীর মতবিনিময়

ফরিদপুরের বোয়ালমারীতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় বিলাসী শপিং মলের তৃতীয় তলায় কমিউনিটি সেন্টারে সভাটি আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এড সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, সিরাজুল ইসলাম ছিরু, শিক্ষক নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান শহীদউদ্দিন দীপু, জহুর ইকবাল ঠাকুর পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধের স্মৃতি, স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্বশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। এছাড়া অংশগ্রহণকারীরা মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে তাদের শিক্ষণীয় দিক তুলে ধরেন।

এমএম জামান/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বীর মুক্তিযোদ্ধা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর