সভাপতি আবেদ সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন
পশ্চিম পোলমোগরা বিএনপি'র নির্বাচনী কেন্দ্র কমিটি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০০:৪০
ছবি: সংগৃহীত
মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম পোলমোগরা কেন্দ্রের কর্মীসভা ও আলোচনা সভা ( ২৪ জানুয়ারি) খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ডা: শহীদের সঞ্চালনায়
হোসেন শহিদ সরয়োর উদ্দিন আবেদ এর সভাপতিত্বে
সন্ধ্যায় দুয়ারু প্রবাসী আশরাফ উদ্দিনের বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পশ্চিম পোলমোগরা কেন্দ্রে পরিচালনা কমিটির সভাপতি পদে সাবেক বিএনপি নেতা হোসেন শহিদ সরয়োর উদ্দিন আবেদ কে সভাপতি এবং খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু,উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, উত্তর জেলা যুবদলের সদস্য হারুনুর রশিদ হারুন,উপজেলা জাসাসের সদস্য সচিব মাসুম বিল্লাহ, ইউনিয়ন বিএনপির সদস্য সরোয়ার হোসেন জনি, উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর মির্জা প্রমুখ।
সভায় বক্তারা বলেন আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর বিজয় সুনিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সাধারন মানুষ যাতে কারো জান্নাতের টিকেটের ফাঁদে পা না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এএস/

