ভালুকায় দিপু দাস হত্যা : আরও এক আসামি গ্রেফতার, মোট আটক ২২
শাহ্ নাফিউল্লাহ সৈকত, ময়মনসিংহ
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০০:৫৭
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকা থানাধীন বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দিপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বশেষ গ্রেফতারের মধ্য দিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট ২২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ধারাবাহিক তদন্তের অংশ হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৫ টায় ভালুকা থানার সীমান্তবর্তী এলাকা শ্রীপুর থানাধীন গাজীপুর ইউনিয়নের নগর হাউলা এলাকার ডাচ-বাংলা ফ্যাক্টরি সংলগ্ন তরমুজপাড়া মোড় থেকে মো. রাজিব (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজিব ভালুকা উপজেলার কাশর পূর্বপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার সময় সে ঘটনাস্থলে উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করে। অভিযোগ রয়েছে, রশি দিয়ে দিপু চন্দ্র দাসের লাশ ঝুলিয়ে রাখার সময় সে স্লোগান দিয়ে উত্তেজিত জনতাকে উসকানি দেয় এবং লাশের ওপর সংঘটিত অমানবিক নির্যাতনে সহযোগিতা করে।
পুলিশ আরও জানায়, এ পর্যন্ত গ্রেফতার হওয়া ২২ জন আসামির মধ্যে ১১ জন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ভালুকা থানাধীন পাইয়োনিয়ার নিটওয়্যার (বিডি) লিমিটেড ফ্যাক্টরির শ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল বিশৃঙ্খল জনতা প্রকাশ্যে মারধর করে। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, স্লোগান দিয়ে উত্তেজিত জনতা তাকে টেনে-হেঁচড়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে রশি দিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়, মৃতদেহের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন এবং অগ্নিসংযোগ করা হয়। নৃশংস এই ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এএস/

