Logo

সারাদেশ

শ্রীপুরে চলন্ত ট্রেনের চাকার স্প্রিং ভেঙে চলাচল ব্যাহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৪:০৯

শ্রীপুরে চলন্ত ট্রেনের চাকার স্প্রিং ভেঙে চলাচল ব্যাহত

গাজীপুরের শ্রীপুরে চলন্ত অবস্থায় ট্রেনের একটি চাকার স্প্রিং খুলে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ‘মহুয়া এক্সপ্রেস’ ট্রেনের হাজারো যাত্রী। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে চলন্ত অবস্থায় ট্রেনের একটি চাকার স্প্রিং খুলে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ‘মহুয়া এক্সপ্রেস’ ট্রেনের হাজারো যাত্রী। এ ঘটনায় সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রোববার (২৫ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর ও ইজ্জতপুর স্টেশনের মধ্যবর্তী বিন্দুবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ একটি চাকার স্প্রিং ভেঙে যায়। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, স্প্রিং খুলে যাওয়ার বিষয়টি টের পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। পরে রেলকর্মীরা লাইন থেকে খুলে যাওয়া স্প্রিং উদ্ধার করেন। স্থানীয় একজনের বাড়ি থেকে আনা জিআই তার দিয়ে একটি যন্ত্রাংশ বেঁধে অস্থায়ীভাবে মেরামত করা হয়। প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি শ্রীপুর স্টেশনে নিয়ে আসা হয়।

এ ঘটনায় মহুয়া এক্সপ্রেস ছাড়াও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ অন্তত তিনটি ট্রেনের সময়সূচি বিঘ্নিত হয়। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

ট্রেনের যাত্রীরা জানান, হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে বড় কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেন।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীম রহমান বলেন, চাকার স্প্রিং খুলে যাওয়ার কারণে তিনটি ট্রেনের সময়সূচি ব্যাহত হয়েছে। মহুয়া এক্সপ্রেস বর্তমানে শ্রীপুর স্টেশনে অবস্থান করছে। প্রকৌশলীরা এসে মেরামত করবেন নাকি রিলিফ ট্রেন পাঠানো হবে— এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

সোহেল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ট্রেন চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর