Logo

সারাদেশ

‘একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের বিভ্রান্ত করছে’

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:০৭

‘একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের বিভ্রান্ত করছে’

ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের বিভ্রান্ত করছে। বিভ্রান্ত করে নারী ভোটারদের সমর্থন আদায় করা যায় না। 

তিনি আরোও বলেন, জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে চরফ্যাসন ও মনপুরাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে। পাশাপাশি চরফ্যাসনের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন করা হবে। অন্যের জমি দখলবাজ ও চাঁদাবাজ এবং মাদকসেবীসহ সালিশের নামে নিরিহ লোকজনকে যারা হয়রানি করে তাদের তালিকা দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ রইলো। আর গ্রামে যারা সালিশের নামে অসহায় লোকজনকে হয়রানি করেন তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রবিবার(২৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠক, পথসভায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। 

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ডের মাধ্যমে আপনারা পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবেন। এছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলথ কার্ড দেয়া হবে- যার মাধ্যমে সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্বাস্থ্য সুবিধা নিতে পারবেন এবং কৃষি কার্ডের মাধ্যমে বীজ সারসহ কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবেন। 

এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য তাকে সুযোগ দেয়ার অনুরোধ জানান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। বিএনপির উপজেলা নেতৃবৃন্দ এবং ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এম ফাহিম/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর