মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি বন্ধ করতে চান ড. ইলিয়াস মোল্ল্যা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-১ (আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্ল্যা বলেছেন, তার লক্ষ্য হলো দীর্ঘদিন ধরে চলে আসা মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতির অবসান ঘটিয়ে ইনসাফভিত্তিক সমাজ কায়েম করা।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী বলেন, ‘গত সময়গুলোতে জনগণ বারবার রাজনৈতিক প্রতারণার শিকার হয়েছে। নির্বাচনের আগে বড় বড় আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সাধারণ মানুষ ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত থেকেছে। আমরা সেই গতানুগতিক পথ পরিহার করে ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে চাই।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. ইলিয়াস মোল্ল্যা স্থানীয় ভোটারদের আশ্বস্ত করে বলেন, ‘নির্বাচিত হলে ইনশাআল্লাহ ফরিদপুর-১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে গড়ে তুলব। এখানে মানুষের জানমালের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে।’
পাঁচুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নাসির শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর এস এম রিদওয়ানুননবী রিদওয়ানসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
মিয়া রাকিবুল/এআরএস

