বাংলাদেশের খবরের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২০:৩৫
ছবি : বাংলাদেশের খবর
দৈনিক বাংলাদেশের খবর ও ইংরেজি দৈনিক বাংলাদেশ নিউজের উদ্যোগে ফেনীর একটি মাদ্রাসার শীতার্ত এতিম শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের আল মদিনা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শনিবার (২৪ জানুয়ারি) এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের সভাপতি ড. নিজাম উদ্দিন।
দৈনিক বাংলাদেশের খবরের ফেনী জেলা প্রতিনিধি এম. এমরান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর কোষাধ্যক্ষ মোল্লা মো. ইলিয়াস।
আল মদিনা হিফজ মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা আবদুর রহমান ফেনবীর সঞ্চালনায় অনুষ্ঠানে এতিমখানার শিক্ষক ও এলাকার গুণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

