বগুড়ার শেরপুরে পচা ডিম দিয়ে বিস্কুট তৈরি, জরিমানা ৭০ হাজার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২০:৫৮
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে পচা ও নষ্ট ডিম ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির অভিযোগে ‘মডার্ন ব্রেড অ্যান্ড বিস্কুট’ নামে একটি ফ্যাক্টরিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের মতো অনিয়মও ধরা পড়ে।
রোবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার শেরুয়া ও হামছায়াপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ শাস্তি প্রদান করা হয়।
অভিযানে দেখা যায়, ফ্যাক্টরিতে ক্ষতিকর পচা ডিম ব্যবহার করা হচ্ছে। বিএসটিআইয়ের অনুমোদনবিহীন প্যাকেটে পণ্য বিক্রি করা হচ্ছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য মজুদ করে রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত এসব অনিয়মের জন্য প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক ভবিষ্যতে আর জনস্বাস্থ্যবিরোধী কাজ করবেন না বলে লিখিত অঙ্গীকার দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল অভিযানটি পরিচালনা করেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া অভিযানে উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি দল নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বলেন, জনস্বার্থে খাদ্যের মান নিয়ন্ত্রণে এ ধরনের কঠোর তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
এআরএস

