Logo

সারাদেশ

খুলনায় গণঅধিকার ত্যাগ করে জামায়াতে ভিড়লেন ১৬ নেতা

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২১:০২

খুলনায় গণঅধিকার ত্যাগ করে জামায়াতে ভিড়লেন ১৬ নেতা

ছবি : বাংলাদেশের খবর

খুলনার কয়রা উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতিসহ ১৬ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা জামায়াত অফিসে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগদান করেন।

নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান জামায়াতের নেতারা। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সংযোজন জামায়াতের সাংগঠনিক শক্তি বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের কয়রা উপজেলা সভাপতি মো. ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাসান মোড়ল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য হাসান সরদার, আকবর হোসেন, মাসুম বিল্লাহ, কাজল, শহিদুল আনিসুর রহমান, রবিউল ইসলাম, মেহেদী হাসান, এছার আলী ও আহাদ হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা-পাইকগাছা আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, ইউনিয়ন জামায়াতের আমির জিএম মিজানুর রহমান, কয়রা উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি জিএম মোনায়েম ও কয়রা সদর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ ডিএম জাহিদুর রহমান প্রমুখ।

গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি মো. ইয়াছিন আলী বলেন, ‘সুন্দর ও সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা করেছি, কিন্তু গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বে এখন সেই আদর্শ দেখি না। ন্যায়ভিত্তিক সমাজ ও গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামকে জোরদার করতে জামায়াতে ইসলামী বেছে নিয়েছি।’

জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক সংকট নিরসনে জামায়াতের শক্তি বাড়াতে বিভিন্ন দলের মানুষ যোগ দিচ্ছেন। গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের যোগদানে জামায়াত আরও শক্তিশালী হবে।’

তুরিকুল ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর