টাঙ্গাইলে ট্রাকভর্তি ১৪ টন রড ডাকাতি, গ্রেপ্তার ২
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২১:০৯
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকভর্তি ১৪ টন রড ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) সকালে সাভারের যাদুরচড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২১ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নয়নপুর এলাকার মুনতাহা স্টিল মিল থেকে ১৪ টন রডভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-১৬৩৯) বগুড়া জেলার শিবগঞ্জ থানার আমতলী বাজারের উদ্দেশে রওনা হয়।
পথিমধ্যে ভোর সাতটার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্যা এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার ট্রাকটির গতিরোধ করে। ডাকাত দলের ছয় সদস্য ট্রাকচালক নান্নু ও সহকারী আবু জাফরকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে নেয়।
পরে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে গাজীপুরের বাগবাড়ি এলাকায় চালক ও সহকারীকে ফেলে রেখে রডভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে রডের মালিক মাহফুজুল হামিদ মির্জাপুর থানায় অজ্ঞাতনামা ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাভারের যাদুরচড় এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে এবং ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদারীপুর জেলার শিবচর এলাকায় শাহিন নামের এক ব্যবসায়ীর দোকান থেকে লুট হওয়া ১৪ টন রড উদ্ধার করা হয়। ডাকাতি হওয়া রডের বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লাখ ৫৪ হাজার টাকা।
গ্রেপ্তাররা হলেন— খুলনা সদর উপজেলার চাঁনমারী গ্রামের আবুল কালামের ছেলে জুয়েল (৩০) এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (৪০)। তারা দুজনই কেরাণীগঞ্জের করেরগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে হাজিরের পর জুয়েল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে জেলে পাঠানো হয়। অপর আসামি ওয়াজেদ আলীর ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রাব্বি ইসলাম/এআরএস

