Logo

সারাদেশ

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার পাঁচ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২২:৫১

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার পাঁচ

ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জনি, পরশ, মঞ্জিল, তাইস ও সাজ্জাদ। পুলিশ জানায়, তাঁরা সবাই মামলার আসামি।

ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলাসহ বিভিন্ন মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ বিদেশে যেতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন।

রোববার মামলার হাজিরা থাকায় পুলিশ তাঁকে আদালতে নিয়ে আসে। এ সময় আদালত চত্বরে কিছু যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলাও রয়েছে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর