Logo

সারাদেশ

চট্টগ্রামে তারেকের জনসভাস্থলের ১৮টি মাইকের যন্ত্রাংশ চুরি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০১:১৫

চট্টগ্রামে তারেকের জনসভাস্থলের ১৮টি মাইকের যন্ত্রাংশ চুরি

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলের ১৮টি মাইকের যন্ত্রাংশ চুরি গেছে।

জনসভার আগের দিন শনিবার রাতে ১৮টি মাইক ও তার কিছু অংশ চুরি হয়। রোববার দুপুরে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছে জনসভার সাউন্ড সিস্টেম সরবরাহকারী কোম্পানি রাজ সাউন্ড।

ঢাকার এ কোম্পানি পলোগ্রাউন্ড মাঠের পুরো জনসভাস্থল এবং আশেপাশের এলাকায় মোট দুইশ মাইক বসিয়েছিল।

রাজ সাউন্ডের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, “পলোগ্রাউন্ড সংলগ্ন রেললাইন এবং টাইগারপাস এলাকায় মোট ১৮টি মাইকের ‘ইউনিট’ ও তার চুরি গেছে। মাইকের হর্নের পেছনের ছোট অংশটিকে ইউনিট বলা হয়। ওই যন্ত্রটির মাধ্যমে শব্দ সরবরাহ হয়।”

তিনি আরও বলেন, “রোববার সকালে বিষয়টি জানার পর আমরা নতুন করে ইউনিট স্থাপন করি।”

কোতোয়ালি থানার ওসি আফতাব আহমেদ গণমাধ্যমকে বলেন, তারা এ ঘটনা তদন্ত করছেন।

তারেক রহমানের জনসভা উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠ এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। মাঠের আশপাশে ড্রোন উড়ানো এবং অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছিল।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর