পেকুয়া-কুতুবদিয়া নৌপথে চালু হলো আধুনিক সি-ট্রাক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৮
কক্সবাজারের পেকুয়া-কুতুবদিয়া নৌপথে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত আধুনিক সি-ট্রাক। ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের পেকুয়া-কুতুবদিয়া নৌপথে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত আধুনিক সি-ট্রাক। রোববার (২৫ জানুয়ারি) এ নৌপথে ‘এসটি ভাষা শহীদ জব্বার’ নামের অত্যাধুনিক সি-ট্রাকটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
নৌ উপদেষ্টা বলেন, পেকুয়া-কুতুবদিয়া ও কক্সবাজার-মহেশখালী নৌপথে আধুনিক সি-ট্রাক চালুর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এতে সময় ও ভোগান্তি কমবে। পাশাপাশি নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত হবে। তিনি আরও বলেন, সরকার উপকূলীয় ও দ্বীপাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, এ সেবা চালুর ফলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। ভবিষ্যতে এ ধরনের আধুনিক নৌযানের সংখ্যা আরও বাড়ানো হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, কক্সবাজার জেলা প্রশাসক এম এ মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজিম উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনের পর দুপুর ১টায় সি-ট্রাকটি মগনামা জেটিঘাট থেকে যাত্রা শুরু করে এবং দুপুর দেড়টার দিকে বড়ঘোপ জেটিঘাটে পৌঁছায়। এ সময় নতুন নৌযানটি একনজর দেখতে জেটিঘাটে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সি-ট্রাকটি পরিচালনা করা হবে। নৌপথে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি

