Logo

সারাদেশ

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৩৬

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

ছবি : বাংলাদেশের খবর

ভোলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহনের গজারিয়া এবং বোরহানউদ্দিনের উদয়পুর এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন— তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ এলাকার শিল্পী রাণী দাস (৫৫), তার ছেলে তুষার দাস (২৫), অটোরিকশাচালক মো. নাসিম (৪৩) এবং বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মো. সোহাগ (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস লালমোহনের গজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নাসিমসহ মা ও ছেলে নিহত হন। এ ঘটনায় বাসের আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। আহতদের লালমোহন ও ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

এদিকে, একই সড়কের বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় অপর এক দুর্ঘটনায় সোহাগ নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি তাঁর বন্ধু সিয়ামকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আদিল হোসেন তপু/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর