Logo

সারাদেশ

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বিএনসিসি ও রোভার স্কাউট দলের এক চৌকস কুচকাওয়াজ প্রদর্শিত হয়। অলিম্পিক মশাল প্রজ্বলনের মাধ্যমে পুরো ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম। কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে দিনব্যাপী এই আয়োজনে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক বিভাগে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে ছিল দৌড়, উচ্চলম্ফ ও দীর্ঘলম্ফসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। এ ছাড়া কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও উপস্থিত বক্তৃতার মতো সাহিত্য-সাংস্কৃতিক ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পুরো আয়োজনটি সুচারুভাবে পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক কার্তিক চন্দ্র দাস। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের সরব উপস্থিতি পুরো কলেজ প্রাঙ্গণকে একটি মিলনমেলায় পরিণত করেছিল।

অধ্যক্ষ মো. আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি। খেলাধুলা ও সংস্কৃতি চর্চাই পারে যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে।’

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর