Logo

সারাদেশ

২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

আগমন উপলক্ষে ভালুকায় শুভেচ্ছা মিছিল

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২০:৩৪

২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

প্রায় ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ সফরকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার তিনি ময়মনসিংহে জনসভায় অংশ নেবেন। তার আগমনকে ঘিরে ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শুভেচ্ছা মিছিল।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভালুকা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হাইস্কুল মোড় থেকে শুরু হওয়া শুভেচ্ছা মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কোর্ট ভবন এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন। এ সময় তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। 

মিছিল শেষে কোর্ট ভবন এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। 

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, আহসান উল্লাহ খান রুবেল, উসমান গণি মৌলিক মাখন, গুলজার হোসেন, সাখাওয়াত হোসেন খান পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ অনেকে। 

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম জোরদার করবে।

রোমান আহমেদ নকিব/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর