নান্দাইলে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২০:৪৬
ময়মনসিংহের নান্দাইলে আবুল কালাম (৪০)কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইদের বিরুদ্ধে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত আজম আলীর পুত্র। সে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশও পারিবারিক সূত্রে জানা গেছে- সিএনজি চালক আবুল কালাম পাশের বাড়ির সামনে সিএনজি রাখা নিয়ে দ্বন্দ্ব ছিল। এরই জেরে সোমবার দুপুরে আবুল কালাম সিএনজি নিয়ে মৃত হাবিবুর রহমানের পুত্র আল আমিনের বাড়ির সামনে আসতেই আল আমিন (৩০), শামীম মিয়া (২৬) রবিন মিয়া (২৮) ও আলাল উদ্দিনের পুত্র আজিজ মিয়া (৩০) দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। আবুল কালামকে সিএনজি থেকে নামিয়ে একটি পা কেটে দিয়ে ফেলে এলোপাতাড়ি বুকে পিঠে কুপিয়ে হত্যা করে।
এ সময় আবুল কালামের আর্তচিৎকারে তার ভাই আবু তাহের (৪০) ভাতিজা সুমন মিয়া (৩০) এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করে। আহতদেরকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত আবুল কালামের বোন আম্বিয়া খাতুন বলেন, ‘পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পরে তারা মাটিতে পড়ে থাকা রক্ত পানি দিয়ে পরিস্কার করে দিয়ে বাড়ি ঘরে তালা মেরে পালিয়ে গেছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’
নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সারোয়ার জাহান রাজিব/এসএসকে

