টাঙ্গাইল-২ আসন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪০
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে প্রার্থীর নির্বাচনী সমাবেশ চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি স্থাপনায় হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রচারণা কার্যালয় স্থাপন করায় তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার পাশাপাশি ওই কার্যালয়টিতে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, সরকারি স্থাপনা ব্যবহার করে নির্বাচনী কার্যালয় করা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষায় এ অভিযান চালানো হয়েছে। কোনো প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি অমান্য করেন, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএইচএস

