Logo

সারাদেশ

গোবিপ্রবির সামনে ককটেল বিস্ফোরণ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৩

গোবিপ্রবির সামনে ককটেল বিস্ফোরণ

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেইন গেটের বাইরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৮ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেইন গেটের বাইরের বাম পাশে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণের বিকট শব্দে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপত্তা জোরদার করেন। রাতেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে এরই মধ্যে মেইন গেট ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ককটেল নিক্ষেপকারী দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিস্ফোরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর