ধানের শীষের কাছে সবাই নিরাপদ : শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৬
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘সালথা ও নগরকান্দার মাটিতে দ্বীন ইসলাম ও শরিয়ার বিরুদ্ধে কোনো কাজ আমরা হতে দেব না। একই সাথে সকল ধর্ম ও মতের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। ধানের শীষের কাছে সবাই নিরাপদ।’
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় সালথা সরকারি কলেজের পাশে মাঠে আয়োজিত এক নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এই সভার আয়োজন করে।
শামা ওবায়েদ আরও বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।’
সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে এবং সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব ও নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল।
এ সময় ওলামা দলের কেন্দ্রীয় নেতা হাফেজ মো. মাসুম বিল্লাহ, বিএনপি নেতা আবুল বাসার, মুশফিক বিল্লাহ জিহাদ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ এবং জেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএইচএস

