Logo

সারাদেশ

নরসিংদীতে চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৩:২৭

নরসিংদীতে চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা, ১০ সাংবাদিক আহত

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ‘সন্ত্রাসী’ হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ‘সন্ত্রাসী’ হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন।

হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেনসহ ক্র্যাবের কয়েকজন স্টাফ, বাসচালক ও হেলপার।

আহত সাংবাদিক এস এম ফয়েজ জানান, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ফ্যামেলি ডে অনুষ্ঠান শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বাস পার্কিং করাকে কেন্দ্র করে স্থানীয় একদল সন্ত্রাসী সাংবাদিকদের কাছে টাকা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়।

আহতদের মাধবদীর একটি বেসরকারি হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

সুমন রায়/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর