Logo

সারাদেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ মাদকাসক্তের কারাদণ্ড

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৪:০৮

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ মাদকাসক্তের কারাদণ্ড

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে জরিমানাও করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মজিবুর রহমান ও ফারাজ হাবিব খান এ রায় প্রদান করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ফেনী শহরের ব্রাহ্মণপুকুরপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সদর উপজেলার আবুল বাশারের ছেলে আবদুল গনি বাবু (৪০), শেখ আহমদের ছেলে মো. রাজু (২৭), আবদুল মুনাফের ছেলে মো. জসিম (২৬) এবং রেশমত আলীর ছেলে বেলাল হোসেনকে (৩৮) ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বেলাল হোসেন, আবদুল গনি বাবু ও মো. রাজুকে ৫ দিন করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা এবং মো. জসিমকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডিত চারজনকে রাতেই ফেনী জেলা কারাগার-২–এ পাঠানো হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম. এমরান পাটোয়ারী/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর